সপরিবারে করোনায় আক্রান্ত ডিআরইউর সাংগঠনিক সম্পাদক হাবীব,দোয়া প্রার্থী

502
মিরর বাংলাদেশ :

সপরিবারে নোভেল করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান।

আজ সোমবার দুপুরে মিরর বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,আমাদের জন্য দোয়া করবেন।

উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির বুথে তিনি করোনা পরীক্ষা করান। দুই দিন পর আসা ফলাফলে করোনা পজিটিভ হন তিনি। একই সময়ে তার স্ত্রী হাসি আক্তার রিমি ও পুত্র হাসিন আহবাবও করোনা আক্রান্ত হন। তারা নিজ বাসায় থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

হাবীব রহমান দীর্ঘ একযুগ ধরে রাজনৈতিক খবর ও বিশ্লেষণ লিখে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। করোনা মহামারীর মধ্যেও সংবাদ সংগ্রহে নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। পাশাপাশি রিপোর্টারদের সুরক্ষায় ডিআরইউ’র বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন।

সাংবাদিক মহলে, ভাল সংগঠক হিসেবেও সুখ্যাতি রয়েছে হাবীবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা হাবীবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

পেশাজীবী সংগঠনেও সমান জনপ্রিয় হয়ে উঠেন তিনি। বিপুল ভোটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন ২০১৭ সালে। বর্তমানে তিনি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

করোনা আক্রান্তের বিষয়ে হাবীব রহমান জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সপরিবারে বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন। সরকারের বিভিন্ন দফতর ও সংস্থা চিকিৎসা পরামর্শ দিচ্ছে। তারা এখন অনেকটা আশঙ্কামুক্ত। নিজের ও পরিবারের জন্য সব শুভানুধ্যায়ীর দোয়া চেয়েছেন সাংবাদিক হাবীব রহমান