সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন আর নেই

1134

মিরর বাংলাদেশ :  ঢাকা-১৮ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট    সাহারা খাতুন রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওইন্নাএলাহি রাজেউন।     সাহারা খাতুনের ভাতিজা আনিস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিউতে নেয়া হয়।