সিদ্ধিরগঞ্জে ড্রেনে পড়ে যাওয়া কোরবানির গরু সাড়ে ১৬ ঘন্টা পরে জীবিত উদ্ধার

294

মিরর বাংলাদেশ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে পড়ে যাওয়া কোরবানির একটি গরু টানা সাড়ে ১৬ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গরুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। বুধবার (২৮ জুন) দুপুর ১ টার দিকে গরুটি উদ্ধার করা হয়।
গরুটি হাট থেকে কেনার পর বাসায় নেয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে যায়। গরুটি আকৃতি বড় হওয়ার প্রাথমিক চেষ্টার পর উদ্ধার না হওয়ায় পরবর্তীতে সিটি করপোরেশনের ভেক্যু এনে ড্রেনে কেটে সাড়ে ১৬ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী অস্থায়ী গরুর হাটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই।
গরুর হাটের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম জানান, মঙ্গলবার রাতে আমার হাট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করেন। এসময় পিকআপ ভ্যানে গরুটি ওঠানোর সময় চাষাড়া-আদমজী নাগিনা জোহা সড়কের নির্মানাধীন ড্রেনে পড়ে যায়।
ড্রেনে পড়ার পর গরুটি আর উঠতে না পারলে আমরা তৎক্ষণাত বিষয়টি আদমজী ফায়ার সার্ভিসকে জানাই। তাদের চেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। গরুটি আকারে বড় হওয়ায় ড্রেন কেটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভেকুর সাহায্যে উদ্ধার করা হয়।
উদ্ধারে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আরসিসি ড্রেন মেশিন দিয়ে কাটতে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হয়। তবে শেষ পর্যন্ত গরুটি জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।