সিদ্ধিরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে আহত সাংবাদিক রিপন, ছিনিয়ে নেয়া হলো মোবাইল

739

মিরর বাংলাদেশ :
হেফাজতের ডাকা হরতালে পেশাগত দায়িত্ব পালন কালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে হামলার শিকার হন সাংবাদিক রিপন মাহমুদ আকাশ। তিনি অনলাইন প্রেস নারায়ণগঞ্জ ও মিরর বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার । এছাড়া একটি জাতীয় দৈনিকে কাজ করছেন তিনি।
আহত রিপন মাহমুদ আকাশ জানান, , পিকেটাররা সড়ক অবরোধ করে আগুন ধরাচ্ছিলো, সে ঘটনার ছবি তুলতে গেলে তারা মোবাইল কেড়ে নিয়ে মারধর করে৷ সাংবাদিক পরিচয় দেয়ার পর তারা আরো বেশি মারমুখী হয়ে উঠে।আহত অবস্থায় তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। এদিকে

সংবাদকর্মীদের দেখলেই মারমুখী ও হিংস্র হয়ে উঠছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়া হেফাজতের পিকেটাররা।
হরতালে দায়িত্ব পালন করতে গিয়ে শিমরাইল-সাইনবোর্ড এলাকায় অন্তত সাতজন সংবাদকর্মী মারধরের শিকার হয়েছেন। চুর্ণবিচূর্ণ করে দেয়া হয়েছে একটি বেসরকারি টেলিভিশনের গাড়ি।

দফায় দফায় সংঘর্ষে বিকেল তিনটা পর্যন্ত পুলিশ পিকেটার ও সাধারণ পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়ে বলে পুলিশের সূত্রগুলো জানিয়েছে।