সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট থেকে কলেজে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

249
Oplus_131072

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট থেকে কলেজে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মিরর প্রতিনিধি  সিদ্ধিরগঞ্জ  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট থেকে সজিব চৌধুরী (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে নাসিক ৭নং ওয়ার্ড এলাকার কদমতলী ১০ তলা বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের বারান্দার গ্রীলের সাথে ফাঁস দেয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয় হয়।

নিহত সজীব চৌধুরী কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে প্রায় ২ বছর যাবত কদমতলী ১০ তলা এলাকার একটি বিল্ডিংয়ে ৬ষ্ঠ তলায় ভাড়াটিয়া হিসেবে রুমমেটের সাথে বসবাস করতো। নিহত সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানায় তার সহপাঠীরা।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন জানান, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তা থেকে ১০ তলা ফ্ল্যাটের ৬ষ্ঠ তলার বারান্দায় এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা সকাল ৯টায় লাশ উদ্ধারে যাই। লাশটি বারান্দায় ঝুলন্ত থাকা অবস্থায় পেয়েছি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।