সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে বাউল শিল্পীদের উচ্ছেদ করতে চায় কারা?

430

মিরর প্রতিনিধি, নারায়ণগঞ্জ :  নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মতো ২০১৯ সালে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর গোলাম মোস্তফা মার্কেটে কাদেরিয়া চিশতিয়া বাউল একাডেমি গড়ে তোলেন কিছু বাউল শিল্পি। প্রানের টানে, মনের টানে এখানে সপ্তাহে ৩ দিন চলে বাউল গানের আসর। অন্ধ,পঙ্গু কয়েকজন বাউল শিল্পি গান গেয়ে সামান্য কিছু টাকা পায় তা দিয়ে চলে তাদের পেট।

২০১৯ সালের ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাস, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য লোকজনকে লিখিত আবেদনের মাধ্যমে কাদেরিয়া চিশতিয়া বাউল একাডেমির বিষয়টা অবগত করেন বাউল শিল্পী চান মিয়া ও সুমন সরকার। সে থেকে সপ্তাহে ৩ দিন   চলে আসছে বাউল গানের আয়োজন। মসজিদে বিস্ফোরণে  নিহতদের স্মরনে সেখানে কয়েকদিন আগেও আয়োজন করা হয় মিলাদ মাহফিলের।    কিন্ত সম্প্রতি এ বাউল শিল্পীদের উচ্ছেদের চেস্টা করছে একটি মহল। এরা নানা রকম ফন্দি ফিকির করে এসব বাউল শিল্পীদের পেটে লাথি মারতে চাইছে।

বাউল শিল্পী চান মিয়া ও সুমন সরকার জানান,  আমরা কোন ধরনের অপরাধ করিনা, কারো কোনো সমস্যাও করি না।  বাউলরা গান গায়। সামান্য যা আয় হয় তা দিয়ে অন্ধ, পঙ্গু বাউলদের পেট চলে। আমরা কাদেরিয়া চিশতিয়া বাউল একাডেমির বিষয়ে প্রশাসনে লিখিত ভাবে জানিয়েছি। প্রায় ১ বছর ধরে এখানে বাউল গান চলে আসছে। বক্তাবলী, সাইনবোর্ড, চিটাগাং রোড এলাকায় একই রকম বাউল গানের আসর চলে। কিন্তু হঠাৎ করে আমাদের উচ্ছেদের চেস্টাা করা হচ্ছে, নামে বেনামে আমাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।

তারা বলেন,  বাউলরা কারো শত্রু না। কাউকে প্রতিপক্ষ মনে করে না। মনের টানে গান গায়,মনের টানে ভক্তরা গান শুনে । এখানে কোন অপরাধ হয় না।

তারা বলেন, প্রশাসনের কাছ আবেদন তারা তদন্ত করে দেখুক আমরা কোন অন্যায় করি কিনা।  তা না হলে অসহায়, অন্ধ, পঙ্গু বাউলদের যেন গানের আয়োজন থেকে বঞ্চিত না করা হয়।