সিনিয়র সংবাদিক শামছুদ্দীন আহমেদের মায়ের ইন্তেকাল, ডিআরইউ’র শোক

262
মিরর বাংলাদেশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামছুদ্দীন আহমেদ এর মাতা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 রোববার (১২ মে) বেলা সাড়ে ৩টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার আহাম্মদপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৭ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 সোমবার (১৩ মে) বাদ ফজর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শামছুদ্দীন আহমেদ এর মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এদিকে সিনিয়র সাংবাদিক শামছুদ্দীন আহমেদের মায়ের ইন্তিকালে মিরর বাংলদেশ পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
রওশন এরশাদের শোক:
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামছুদ্দীন আহমেদের মাতা জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
রোববার বিকেলে এক শোকবার্তা জাপা চেয়ারম্যান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এতে রওশন এরশাদ বলেন আরো বলেন, বিশ্ব মা দিবসে যে মা তার সন্তানদের ভালবাসা ত্যাগ করে সৃষ্টিকর্তার ডাকে চলে গেলেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এই দিবসে। এই দিনটি মা দিবসের এক যথার্থ অনুভূতি নিয়ে বার বার ফিরে আসবেন সাংবাদিক শামছুদ্দীনসহ তার পরিবারের কাছে।
এদিকে অপর এক শোকবার্তায় দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামছুদ্দীন আহমেদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।