মাসুম মাহমুদ, সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকার কোলনীতে অগ্নিকান্ডে রুমা আক্তার (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারী বুধবার গভীর রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট খেকে আগুনের সূত্রপাত হয়। মেয়েকে বাচাতে গেলে আগুনে পুড়ে আহত হন মা তাছলিমা বেগম। নিহত প্রতিবন্ধী রুমা আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমবাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাঁচপুরে সেনপাড়া এলাকায় অবস্থিত ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনীতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কোলনীর চতুর্ধিকে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিকলে বাঁধা অবস্থায় ঘুমন্ত মানসিক প্রতিবন্ধী রুমা আক্তারের মৃত্যু হয়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হন। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সোনারগাঁও, ডেমরা এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোলনীর মালিক ফজলুল হক জানান, আমার ৩৩টি টিনশেড ঘর, মোতালিব মিয়ার ৮টি ঘর ও ভাড়াটিয়াদের মালামালসহ প্রায় কোটি টাকার মতো ক্ষতিসাধন হয়েছে।
ডেমরা ফায়ার স্টেশনের জৈষ্ঠ্য স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।