সোনারগাঁওয়ে প্রথম আলোর সাংবাদিক মনিরুজ্জামানের পিতার ইন্তেকাল

450

মাসুম মাহমুদ, সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সনমান্দি ইউনিয়নের সাংবাদিক মনিরুজ্জামানের পিতা আঃ করিম(৭৮) ইন্তেকাল করেছেন। ৯ ডিসেম্বর (বুধবার) রাত ১০টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপজেলার সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আব্দুল করিমের মৃত্যুতে সোনারগাঁওয়ের সকল প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। এসময় প্রেসক্লাবের সদস্যরা সাংবাদিক মনিরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য তথা অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।