সোনারগাঁওয়ে “মহসিন মিয়া ” হত্যাচেষ্টাকারী বাচ্চু মিয়া গংদের বিরুদ্ধে মানববন্ধন

344

 

মিরর প্রতিনিধি সোনারগাঁও :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভার গোয়ালদি বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে গত ৩০ শে আগষ্ট সোমবার সকাল ১১ ঘটিকায় মহসিন মিয়াকে হত্যাচেষ্টাকারী বাচ্চু মিয়া গংদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করায় আহতের স্ত্রী শারমিন আক্তার তার স্বামী মহসিন মিয়ার হত্যা চেষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছেন।
বুধবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ইছাপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. মোহাসিনকে আপন বড় ভাই মো. বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম জমির বিরোধে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে রামদাঁ দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করার কারণে আহত মহসিন মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যাপারে সোনারগাঁও থানায় আহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন যার নং ৩৪ তাং ২৫/০৮/২০২১ইং। থানায় মামলা করায় আহতের স্ত্রী শারমিন আক্তারকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে হত্যাচেষ্টারী বাচ্চু মিয়া ও তার কুচক্রী লোকেরা প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে বলেও তিনি কান্না জড়িত কন্ঠে জানান।বর্তমানে আহতের পরিবারবর্গ নিরাপত্তাহীনভাবে জীবন যাপন করছেন। তাই তিনি মানববন্ধনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লায়লা আফরোজ সিনিয়র এক্সিকিউটিভ বাহাউল হক ফাউন্ডেশন, ফারজানা ইয়াসমিন প্রধান শিক্ষক বাহাউল হক একাডেমি, শাহজালাল সুমন সুপারইন্টেইন বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউট, মানিক চৌধুরী অভিভাবক সদস্য, মোঃ সেরাজুল ইসলাম প্রাক্তন ছাত্র বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউট, শিক্ষক প্রতিনিধি মুনিরা হক সহকারী শিক্ষক বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউট, শাহিন মীর ভাইস প্রিন্সিপাল বাহাউল হক এন,পি,আই ইনস্টিটিউট এন্ড টেকনোলজি, মাহমুদা বেগম,লিটন,সৈয়দা আইরিন সুলতানা চট্রগ্রাম ইউনিভার্সিটির সমাজতান্ত্রিক ছাত্রফ্রুন্টের সভাপতি,জেসমিন আক্তার বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি এবং এলাকার জনসাধারণ।