মিরর বাংলাদেশ :
মৃত্যুর আগে শরীর থেকে ডান হাতটি বিছিন্ন হয়ে যায় নির্মাণ শ্রমিক লাল মিয়া চাঁনের। হাসপাতালের বেডে যখন লাল মিয়া মৃত্যুর যন্ত্রণায় কাতারাচ্ছেন ঠিক তখনই তার বিছিন্ন হওয়ার হাতটি খুজছে লোকজন। লাল মিয়ার দাফন হওয়ার ২৪ ঘন্টা পর
সোমবার বিকেলে পুলিশ উদ্ধার করে বিছিন্ন হাতটি।
এর আগে নির্মম এ ঘটনা ঘটে রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার রুপালী আবসিক এলাকায়। নিহতের লাল মিয়া চানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বন্দর রুপালী আবাসিক এলাকায় পাঁচতলা বিল্ডিংয়ের পাইলিং করার সময় লাল চাঁন নামক এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, যায়, রূপালী এলাকা বাড়ির মালিক মনির মিয়ার পাঁচতলা বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ করার সময় পাইলিং মেশিন ভিতরে লাল চাঁন মিয়ার ডান হাত ভিতরে ঢুকে যায়। পরে হাতটি ছিঁড়ে গেলে লাল চাঁন মাঠিতে পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রæত নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু আশংকাজনক অবস্থা দেখে সেখান থেকেও পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে তিনটার দিকে লাল চাঁন মিয়ার মারা যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মান শ্রমিকের এক হাত ছিঁড়ে পাইলিং ম্যাশিনের ভিতরে রয়ে গেছে। সোমবার তা উদ্ধার হয়েছে। এঘটনার পর থেকে বাড়ির মালিক মনির হোসেন পলাতক রয়েছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া কথা জানান তিনি।