মিরর বাংলাদেশ : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে নেওয়া হয় মিরপুরের সিআরপিতে।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এরপরই তাকে মিরপুরের সিআরপির উদ্দেশে নেওয়া হয়। সেখানে তাকে থেরাপি দেওয়া হবে। কেননা তার হাঁটা-চলা করতে কিছুটা অসুবিধা হচ্ছে।
দুর্বৃত্তদের দিয়ে হামলার ঘটনার পর দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন।