হোমনায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন সাংবাদিক প্রীতি 

459

মিরর বাংলাদেশ : কুমিল্লার হোমনা উপজেলার ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বাজার কাশিপুর এলাকায় দরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ‘দুস্থ অসহায় নারী ও শিশু কল্যাণ সংস্থা’র সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।

রোববার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মজিবর রহমান ওরফে নাজিমুদ্দিন চেয়ারম্যান এর বাড়িতে(সরকারি বাড়ি) উপস্থিত হয়ে তিনি দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এর আগে তিনি সংগঠনের পক্ষ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

এ প্রসঙ্গে ‘সিস্টার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত এ নারী সাংবাদিক বলেন-“আসলে সাংগঠনিকভাবে এবার ভিন্ন চিন্তা থেকে আমি চেষ্টা করেছি ঢাকা-নারায়ণগঞ্জের বাইরের জেলায় মানুষদের মাঝে শীব বস্ত্র বিতরণ করার। পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে এসব দরিদ্র মানুষদের একটু ভাল মানের কম্বল দেয়ার চেষ্টা করেছি এবার।” উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশী নারী শ্রমিকদের উদ্ধারে সাহসী পদক্ষেপ এর জন্য দেশব্যাপী জনপ্রিয় সোনিয়া দেওয়ান প্রীতি ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান ওরফে নাজিম চেয়ারম্যান এর ছোট ছেলে জয়নাল আবেদিন ওরফে বেনু সরকারের পুত্রবধূ।