৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতার দিক নির্দেশনার দিন : পেশাজীবীলীগ

444

মিরর বাংলাদেশ  :৭ মার্চ একটি দিন নয়, বাঙালি জাতির স্বাধীনতার দিক নির্দেশনার দিন এমন মন্তব্য করে বাংলাদেশ পেশাজীবী লীগ নেতৃবৃন্দ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইদিন স্পষ্ট করেই বলেছেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ । বঙ্গবন্ধুর এমন ঘোষণায় সমগ্র জাতি স্বাধীনতার স্বাদ পেতে সময়ের অপেক্ষা করতে থাকে। আর ২৫ মার্চ রাত বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার সাথে সাথে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ছিনিয়ে স্বাধীনতা।
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে রাজধানীর ফার্মগেট রহমান ম্যানশনে এক আলোচনা সভায়, বক্তারা আরো বলেন,
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন নিয়ে আজ গবেষনা হচ্ছে। পৃথিবী ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অলিখিত এই ভাষন সাড়ে ৭ কোটি মানুষকে অনুপ্রাণিত করেছিল। স্বপ্ন দেখিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম দেশের।
৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে সাধারন ভাষনের তালিকাভুক্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি নেতা- কর্মীরা। তারা ইতিহাস বিকৃতির পুরনো খেলা খেলতে চাইছেন। কিন্তু বিশ্ব মানবতার জননী, বিশ্বে উন্নয়নের আধুনিক রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে দেশের মানুষ আজ ষড়যন্ত্রকারীদের কোন কথায় কর্ণপাত করছেননা।
বাংলাদেশ পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা গোলাম রসুল, হাসান তৌফিক, রুদ্র রাসেল, নুরে আলম জীবন, আতিকুল ইসলাম ও মিনু চৌধুরী।
বাংলাদেশ পেশাজীবী লীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে পেশাজীবী লীগের নেতাকর্মীরা থাকবে সামনের কাতারে। একই সাথে বিএনপি ও তাদের দোষরদের সকল অপরাজনীতির মোকাবেলা করবে।