রায়পুরে পালসার মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

592

মিরর প্রতিনিধি রায়পুর :

লক্ষ্মীপুর জেলার  রায়পুরে  একটি চোরাই মোটরসাইকেলসহ( পালসার ) চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তাজুল ইসলাম (১৯) রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার রায়পুর থানার এসআই আবদুল কুদ্দুস ও এএসআই ইসমাইল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন হইতে চোরকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রায়পুর উপজেলাধীন চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নাসির খাঁনের পালসার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় নাসির খাঁন থানায় মামলা করেন। পরে  চোরকে গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ । মোটরসাইকেলটি রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন হয়ে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর তাজুল ইসলামকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল গনমাধ্যমকে জানান, মোটর সাইকেলটি চুরির পর থানায় মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে চোর তাজুল ইসলামকে চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে।