ডিএল জিএস এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফ উজ জামানের জন্মদিন আজ

353

কামাল উদ্দিন সুমন : নারায়ণগঞ্জ জেলার শীর্ষস্থানীয় ও পড়াশুনা,গুনগতমান ও ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আরিফ উজ জামান এর জন্মদিন আজ। শুভ জন্মদিন জনাব আরিফ উজ জামান।

দেলপাড়া ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান আরিফ উজ জামান এ দিন ১১ নভেম্বর দেলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইন্জিনিয়ার আলহাজ্ব মো : তালেব হোসেন মোল্লার প্রথম সন্তান, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা,প্রেসিডেন্ট স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন। বৃটিশ আমলে এনট্রেন্স সেকেন্ড ডিভিশন প্রাপ্ত ব্যাক্তিত্ব মরহুম আফির উদ্দিন মাস্টারের (পিয়ার আলী মাষ্টার) বড় নাতি।
আরিফ উজ জামান
দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক , দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ( ডিগ্রী ) স্থায়ী দাতা সদস্য, দেলপাড়া কাসেমুল উলুম মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক ছিলেন , দেলপাড়া সোসাইটি ব্লক এ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ১২ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সভাপতি হিসেবে ৩ বছর এলাকার রাস্তা প্রশস্তকরন, মাদার ড্রেন , হাউস হোল্ডিং নম্বর, কমিউনিটি পুলিশিং , সমবায় সমিতি, মাদকবিরোধী কার্যক্রম সহ আরো অনেক সামাজিক কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। এছাড়া খেলাধুলা , কালচার অনুষ্ঠান , সামাজিক সংগঠন এর সাথে সম্পৃক্ত এছাড়া “ঐক্য সংঘ” ক্লাবের সভাপতি ছিলেন। “মোল্লা বিজনেস ফোরাম ” এর বর্তমান সভাপতি তিনি।