প্রকাশিত সংবাদের প্রতিবাদ

286

গত ৫ সেপ্টেম্বর দৈনিক নয়াদিগন্তের থমকে গেছে খোরশেদের জনসসেবা শিরোনামে প্রকাশিত সংবাদ আমার নজরে এসেছে। প্রকাশিত সংবাদে একটি স্থানে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রকাশিত সংবাদে বলা হয়েছে আসন্ন এনসিসি নির্বাচনে খোরশেদকে দুরে রাখতে একটি পক্ষ আমাকে দিয়ে মামলা করিয়েছে। এতথ্যটি সঠিক নয়।
আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। মামলার বিষয়ে কেউ আমার সাথে কোন ধরনের যোগাযোগ করেনি। আমার প্রতি অবিচার এবং অন্যায় হওয়ার কারনে আমি আইনের আশ্রয় নিয়েছি। দু্িট মামলাই কারেছি আমার উপর অন্যায়ের বিচারের জন্য । মামলা দায়ের করার ক্ষেত্রে কোন রাজনৈতিক কিংবা প্রভাবশালী কারোর কোন ধরনের ইন্ধন কিংবা সম্পৃক্ততা নেই।
আমাকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও মানহানী করার কারনে আমি অভিযুক্ত খোরশেদ ও আরটিএন ফেরদৌসীর বিরুদ্ধে মামলা দায়ের করি। এছাড়া বিয়ের নামে প্রতারনা এবং ভুয়া কাবিনা নামায় আমার স্বাক্ষর ও ভুয়া কাজি এনে আমার সাথে প্রতারনা, নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় অপরাধ করায় খোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলা দুই চলমান। একটির চাজশিদ দেয়া হয়েছে অন্যটি তদন্ত চলছে। অপরাধ করেও এসব মামলা থেকে রেহাই পেতে খোরশেদই রাজনৈতিক ছত্রছায়া চাচ্ছেন। মামলা থেকে বাচার জন্য এর আগে দলীয় লোকজন নিয়ে মানববন্ধনও করেছেন।
আমি চাই অপরাধীর বিচার হোক । অপরাধী যেন প্রকৃত ভাবে দৃষ্টান্তমুলক শাস্তি পায়:
সাইদা আক্তার পিতা : মৃত জহিরুল হক ৩২১ নং উত্তর চাষাড়া নারায়ণগঞ্জ