ব্যাচ ’৯৭, নারায়ণগঞ্জের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

725

রিপন মাহমুদ আকাশ নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল থেকে ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৯৭’নারায়ণগঞ্জ গত ২৯ জানুয়ারী ২০২১, শুক্রবার বিকাল ৪ টায় শহরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত নমপার্কে ব্যাচের বিজয়ী খেলোয়ারদের সংবর্ধনা ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিল ব্যাচের প্রায় দুইশতাধিক বন্ধুবান্ধব। অনুষ্ঠানে অনেকে তাদের নিজনিজ পরিবারকে সাথে নিয়ে উপস্থিত ছিল। দিনশেষে অনুষ্ঠানটি একটি মহামিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্মআহবায়ক মোয়াজ্জেম টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা লগ্নেই ছিল জাতীয় সঙ্গীত, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আতশবাজী ফুটানো, এরপর বিজয়ী ক্যাপ্টেন নিতু এবং ম্যানেজার শাকিলের অনূভূতি ব্যক্ত। সকল বিজয়ী খেলোয়াড়দেরকে পরিচিতিকরণ এবং তাদের মধ্যে পুস্প ও ক্রেস্ট বিতরণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল ব্যাচের বন্ধুদের পরিবেশনায় মনোমুগ্ধকর কনসার্ট এবং তাজ এলপিজি ও ফ্রেন্ডস মিডিয়ার স্পন্সরে বন্ধুদের মধ্যে র‌্যাফেল ড্র, এডমিন সম্মাননা ও বাচ্চাদের জন্য গিফট।
নারায়ণগঞ্জের প্রেস ক্লবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ বলেন, এ ধরণের আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। বর্তমান যুব সমাজের জন্য এ ধরণের প্রোগ্রাম অনেক সহায়ক হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জিতু সুমন বলেন, গত ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে সারাদেশের ১৯৯৭ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে নারায়ণগঞ্জের বন্ধুরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যা এই ব্যাচের তথা নারায়ণগঞ্জের জন্য একটি অভাবনীয় সাফল্য বলে আমরা মনে করি। এই সফলতার জন্য তারা নিজেদের গর্বিতও মনে করেন। এই গৌরব বয়ে নিয়ে আসা সকল খেলোয়ার ও কর্মকর্তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবেই সকল খেলোয়ার ও কর্মকর্তাদেরকে সংবর্ধনা দিতে পাশাপাশি ব্যাচের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে এই আয়োজন ।