সুবিধাবঞ্চিত মানুষের পাশে সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা

346

রিপন মাহমুদ আকাশ, নারায়ণগঞ্জ

বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটল বলেছেন, “মানুষ স্বভাবতই সামাজিক জীব। যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা।” পৃথিবীর আদিকাল থেকেই আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ ছিলো। সামাজিক এই বিভেদ দূরীকরণের লক্ষ্যে জন্ম নেয় বিভিন্ন সামাজিক সংগঠনের। আমাদের দেশেও বহু স্বেচ্ছাসেবী অ-রাজনৈতিক সংগঠন রয়েছে যারা দিনরাত কাজ করে যাচ্ছে সমাজ সংস্কারে। ঠিক এমনই একটি অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন হচ্ছে সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে লক্ষ্য ও উদ্দেশ্য করে ২০১৯ সালের ৭ আগস্ট সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়।

কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতি শীতে উত্তর বঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র দিয়ে আসছে। সংগঠনটি তাদের নিজস্ব তত্ত্বাবধায়নে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্ত দান নিয়েও কাজ করে থাকে। সমাজের অবহেলিত পথশিশুদের জন্য সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা নানা শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।

নারায়ণগঞ্জ নগরীর ৪ নাম্বার ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকায় সংগঠনটির কার্যালয়। সংগঠনটিতে বর্তমানে সরাসরি অর্ধশত সদস্য রয়েছেন। যারাস্বেচ্ছাসেবক হিসেবেও নানান সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। এলাকার মোড়ে জরুরী সেবাদানকারী সংস্থার মোবাইল নাম্বার টানানো এবং মানবতার দেয়াল স্থাপন করাসহ নানান মানবিক কাজ করছে সংগঠনটি। এদিকে সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরুতে মানুষের পাশে থেকে এলাকায় নীরব ভালোবাসায় সিক্ত হয়। করোনায় সাহায্য নিয়ে আর্থিক ক্ষতিগ্রস্তদেও দ্বারে দ্বারে পৌঁছে দেয়।

প্রায় লাখ টাকার মূল্যের কয়েক ধাপের প্রদান করা সাহায্যে উপকৃত হয় বহু পরিবার। সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ সুমন হোসেন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের সংগঠন নিজেদের সাধ্যমতো মানুষের সেবায় ছুটে যাচ্ছে,অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সমাজের অবহেলিত মানুষদের নিয়ে আরও অনেক কিছুই করার পরিকল্পনা রয়েছে আমাদের মাথায়। তারা আরোও বলেন, আমাদের সংগঠন সকলের সংগঠন। আমরা সাংগঠনিক পদ-পদবী উন্মুক্ত করি না। এই সংগঠনের আমরা সবাই স্বেচ্ছাসেবী, সবাই সদস্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারি