সড়ক দূর্ঘটনায় নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার মনির হোসেন সস্ত্রীক গুরুতর আহত

350

মিরর বাংলাদেশ :

জেএফএম  সভাপতি , ক্র্যাব বহু মুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মনির হোসেন ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের রায়বাগ সাদ্দাম মার্কেট  এলাকায় মোটর  সাইকেল দূর্ঘটনায় আহত হন তারা। এসময় বাসা থেকে তারা ঢাকা আসতেছিলেন।

মনির হোসেনের  পায়ের ব্যপক আঘাত প্রাপ্ত হন। তার পায়ে অপারেশন করা হয়েছে । তার স্ত্রী মাথায়  আঘাত পেয়েছেন।  প্রাথমিক চিকিৎসা শেষে  তাকে বাসায়  প্রেরন করা হয়।